সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে রিপা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রিপা আক্তার সদর উপজেলার উচাইল শান্তিসাহা গ্রামের তোরাব আলীর কন্যা এবং স্থানীয় শাহ মজলিস আমিন সুন্নিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্রী।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, রিপা আক্তার নামে ওই মাদরাসা ছাত্রী তাদের ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি তার আত্মীয় স্বজনদের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ইউপি নারী সদস্য সামছুন্নাহার বেগম জানান, রিপা আক্তার নামে ওই মাদরাসা ছাত্রী মানসিক ভারসম্যাহীন ছিল। সে প্রায়ই নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালাত। এর পুর্বেও সে বেশ কয়েকবার আত্মহত্যা চেষ্টা করছিল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd