সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. দেবপদ

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. দেবপদ

Manual3 Ad Code

সিলেট :: সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) পদে পদোন্নতি পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবপদ রায়।

Manual3 Ad Code

মঙ্গলবার (৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে পদোন্নতি এবং সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে দায়িত্ব দেওয়া হয়। এর প্রেক্ষিতে বুধবার ডা. দেবপদ রায় নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।
ডা. দেবপদ রায় হবিগঞ্জ জেলার সদর উপজেলার পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মৃত হরেন্দ্র লাল রায়ের ছেলে। তিনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে এইচএসসি ও সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি বিসিএস (৮ম ব্যাচ) উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে বান্দরবন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code

তিনি সিরাজগঞ্জ ও হবিগঞ্জ জেলার সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক হিসাবে যোগ দেন। এখন পদোন্নতি পেয়ে তিনি পরিচালক পদে যোগ দিয়েছেন।

Manual4 Ad Code

ডা. দেবপদ রায়ের বড় ভাই ডা. হরিপদ রায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিসাবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। ডা. দেবপদ রায়ের স্ত্রী অ্যাডভোকেট শিল্পী রানী রায়। তাঁর বড় ছেলে ডা. দিব্যেন্দু রায় জীবন ও আরেক ছেলে শান্তনু রায় শুভ্র এমবিবিএস ৫ম বর্ষে পড়ছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..