সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্টে থানার কালাগুল পুলিশ ক্যাম্পের মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ জন কে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালাগুল পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস আই মো. আব্দুল আজিজের নেতৃত্বে এয়ারপোর্ট থানার আওতাধীন পাঠান গাঁও গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সহ ২জনকে আটক করে।
তারা হলেন এয়ারপোর্ট থানার পাঠানগাঁও গ্রামের মৃত মনফর আলীর ছেলে সাইফুল আলম ছয়ফুল (৪৫), একই গ্রামের মৃত ইশাদ আলীর ছেলে বাবুল মিয়া (৪০) এসময় তাদের কাছ থেকে অভিযান চালিয়ে (৩৬০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশের এস আই আব্দুল আজিজ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলা নং-(০৭) তাং ০৯-০৪-২০১৯ ইং। সূত্র জানায় সাইফুল আলম ছয়ফুল দীর্ঘ দিন থেকে গোপনে গাজার ব্যাবসা করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামী দুজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd