সিলেটে অবৈধ গ্যাস সিলিন্ডারের ব্যবসা বন্ধে হবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

সিলেটে অবৈধ গ্যাস সিলিন্ডারের ব্যবসা বন্ধে হবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে অবৈধভাবে গড়ে ওঠা গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে নগর ভবনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, সিলেট নগরীতে যত্রতত্রভাবে গড়ে উঠেছে শত শত অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকান। সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণভাবে বিক্রি হচ্ছে এসব গ্যাস সিলিন্ডার। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকির মধ্যে রয়েছে এসব দোকানের আশপাশের মার্কেট ও বিপনী বিতান। এছাড়া যেকোনো সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে। এ অবস্থায় যথাযথ নিয়ম না মেনে চলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সিটি কর্পোরেশন।

Manual7 Ad Code

গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে নগরীর উত্তর বাগবাড়ি মদিনা মার্কেট রোড এলাকায় স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড নামক প্রতিষ্ঠানের একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরিত সিলিন্ডারটি উড়ে গিয়ে আঘাত করে সড়ক দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিককে। অল্পের জন্য রক্ষা পান তারা। তবে সিলিন্ডারটি পার্কিংয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে আঘাত করলে সেটি দুমড়েমুচড়ে যায়।

Manual3 Ad Code

ঘটনার পরপরই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তাৎক্ষণিকভাবে ডাকেন জরুরি বৈঠক। বৈঠকে আগামীকাল রোববার সকাল থেকে নগরীতে অবৈধভাবে গড়ে ওঠা গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Manual6 Ad Code

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় বৈঠকে বক্তব্য দেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. ইউনুসুর রহমান, সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান, সিসিকের ভারপ্রাপ্ত সচিব নুর আজিজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিভুতি ভূষন ব্যানার্জী, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেমস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আব্দুল মুমিম, উপ-মহা ব্যবস্থাপক শামসুল আলম, বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাত্তার আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সাবেক সভাপতি আশরাফুল কবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফি। এ সময় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..