ছুটির দিনে সিলেটের বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ঢল

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯

ছুটির দিনে সিলেটের বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ঢল

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :: ৫ম সিলেট আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় ঢল নেমেছে দর্শনার্থীদের। শুক্রবার (৫ এপ্রিল) ছুটির দিন থাকায় মেলায় তিল ধারণের টাই ছিলনা।নগরীর শাহী ঈদগাহে সদর উপজেলার খেলার মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির আয়োজনে মেলা উদ্বোধনের পর থেকেই দৃষ্টি কাড়ছে জনসাধারণের।

Manual7 Ad Code

গত ২৩ মার্চ থেকে পূর্ণাঙ্গভাবে চালু হওয়া মেলায় শুক্রবারই প্রথম দর্শক/দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। প্রতিদিনই মেলায় যুক্ত হচ্ছে দেশি-বিদেশি সুনাম ধন্য কোম্পানী গুলোর বাহারি পণ্যসামগ্রী। যার ফলে শুক্রবার জুমার নামাজের পর থেকেই ছোট্ট শিশু থেকে শুরু করে সব বয়সের নারী পুরুষরা এসেছেন মেলার মাঠে। আর ক্রয় করছেন তাদের পছন্দের সামগ্রী।

তাছাড়া বাণিজ্য মেলায় আগত দর্শক/দর্শনার্থীদের প্রবেশ টিকেটের উপর প্রতিদিনই থাকছে র‌্যাফেল ড্র। ফলে দর্শক দর্শণার্থীরা র‌্যাফেল ড্র-তে অংশগ্রহণ করে জিতে নিচ্ছেন মোটর সাইকেল, টিভি, ফ্রিজ, সোনার গয়না, ওয়াশিং মেশিন সহ নানা ধরণের আর্কষনীয় পুরস্কার। এছাড়া মেলার মাঠে মুক্তমঞ্চে নিয়মিত চলে সুনামধন্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতি অনুষ্ঠান। আর শনিবার ও রবিবার (৬ এবং ৭ এপ্রিল) সন্ধ্যায় মেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে অংশগ্রহণ করবেন ভারত কাপাঁনো জি বাংলার মিরাক্কেলখ্যাত সুপার স্টার তানভির সরকার।

Manual3 Ad Code

শুক্রবার বিকালে সিলেট আর্ন্তজাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখা যায়, মেলার ভেতরে ঢুকেই দর্শণার্থীদের ভীড়। মেলার সম্মুখেই রয়েছে আকর্ষনীয় ওয়াটার ড্যান্স। যা বাজনার তালে তালে নাচে হেলে দুলে। আর ডান ও বাম পাশে রয়েছে দেশি বিদেশি সুনামধণ্য কোম্পানীগুলোর নানা পণ্যের প্যাভিলিয়ন ও স্টল। সে সকল স্টল থেকে ক্রেতারা নির্বিঘেœ ক্রয় করছেন গয়না, কাপড়, বাচ্চাদের খেলনা, ইলেকট্রিক সামগ্রী, টিভি, ফ্রিজ সহ ইত্যাদি রকমের আসবাবপত্র।

এছাড়া মূল গেইট দিয়ে মধ্যখানে প্রবেশ করলেই চোখে পড়ছে ছোট্ট সোনামনিদের জন্য তৈরি আর্ন্তজাতিকমানের শিশু পার্ক। সেই পার্কে রয়েছে ওয়াটার বল, ওয়াটার বাম্পার কার, ইলেকট্রিক ঘোড়া, চায়না বেলুনের ঘর, ইলেকট্রিক নাগর দোলা, ইলেকট্রিক নৌকা, ট্রেন ও যাদু প্রদর্শণীর প্যান্ডেল সহ নানা ধরণের খেলার রাইড। আর মেলার প্রশেদ্বারের বাম পাশেই রয়েছে মোটর সাইকেল ও কারের ডেঞ্জার গেইমের প্যান্ডেল। তাছাড়া মেলায় আগত প্রতিবন্ধি শিশুদের জন্য প্রবেশ টিকেট থেকে শুরু করে সকল রাইডে বিনামূলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বাণিজ্য মেলার ব্যবসায়িরা জানান, মেলা পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার পর থেকে আজ (শুক্রবারই) প্রথম দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আর পণ্য বিক্রিও ভালো হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন চেম্বারের সদস্য ও মেলার প্রধান সম্নয়ক এম এ মঈন খান বাবলূ জানান, মেলা উদ্বোধনের পর থেকে তেমন জমেনি। কারণ সামনে ছিল উপজেলা নির্বাচন। ফলে ২৩ মার্চ থেকে মেলা পূর্ণাঙ্গভাবে চালূ হয়। মেলা পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর শুক্রবারই প্রথম দর্শ/দর্শণার্থীদের উপস্থিতি ছিল অপরীসিম।

Manual5 Ad Code

এক প্রশ্নের জবাবে তিনি জানান, মেলার প্রবেশ টিকেটের উপর র‌্যাফেল ড্র কোন জুয়া নয়, এটা দর্শকদের জন্য একটি বাড়তি আকর্ষণ। আর মেলায় দর্শক আকৃষ্ট করতেই র‌্যাফেল ড্র চালু করা হয়েছে। যা দেশের প্রতিটি আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় হয়ে থাকে। তাছাড়া গত নভেম্বর ও ডিসেম্বরে সিলেট চেম্বারের মেলায়ও র‌্যাফেল ড্র ছিল।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মেট্রোপলিটন চেম্বারের আয়োজনে ৫ সিলেট আর্ন্তজাতিক বাণিজ্য মেলা পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর থেকে তেমন জমেনি। শুক্রবার ছুটির দিন থাকায় মেলায় ছিল দর্শনার্থীদের উপছে পড়া ভিড়। তিনি আরো জানান, মন্ত্রনালয় ও প্রশাসনের নির্দেশ মতেই পরিচালিত হচ্ছে মেলা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, আর্ন্তজাতিক বাণিজ্য মেলাকে ঘিরে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সকল সময় পুলিশ দায়িত্ব পালন করছে। আর প্রধান সড়কে যাতে কোন ধরণের যানঝট অথবা জনসাধারণ ভোগান্তির শিকার না হন। সে জন্যও পুলিশের নজরদারি রয়েছে।

তিনি আরো জানান, মেলার র‌্যাফেল ড্র বিষয়ে একটি তথ্যের ভিত্তিতে খোজ খবর নিয়েছেন। পরে জানতে পেরেছেন দর্শকদের প্রবেশ টিকেটের উপরই র‌্যাফেল ড্র হচ্ছে।
এসএমপি’র বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহদাৎ হোসেন জানান, পুলিশ সকল সময় মেলা এলাকায় দায়িত্ব পালন করছে। আপাতত মেলা সুন্দরভাবেই চলছে। আর মূল সড়কে যাতে যানঝট না লাগে সে জন্য মেলার সিকিউরিটির পাশাপাশি পুলিশও দায়িত্ব পালন করছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..