সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় র্যাবের ট্রেনিং স্কুলের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সোহেল রানা (৩৪) নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। র্যাবের ট্রেনিং স্কুলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল মালিক এ তথ্য নিশ্চিত করেন।
সোহেল রানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের জিএম আব্দুর রউফের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোরের কর্মকর্তা। সম্প্রতি তিনি গাজীপুরের র্যাবের ট্রেনিং স্কুলে যোগদান করেন।
এএসপি আব্দুল মালিক জানান, ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন ডিএডি সোহেল রানা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন তিনি। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুল হাই জানান, দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। রাতেই লাশের ময়নাতদন্ত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd