সিলেট নগরীর পূর্ব সাগরদিঘীরপারে মাদক ব্যবসায়ীদের জমজমাট আস্তানা

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮

সিলেট নগরীর পূর্ব সাগরদিঘীরপারে মাদক ব্যবসায়ীদের জমজমাট আস্তানা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর পূর্ব সাগরদিঘীরপারে মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের জমজমাট আস্তানা। সাবেক যুবলীগ নেতা মোক্তা ও ছাত্রলীগ নেতা মওদুদের দখলীয় একটি কলোনীতে মাদকসেবীদের এই আস্তানা গড়ে তুলেছে মাদক ব্যবসায়ী হারিছ , রহিম, মুজির, রস্তুম, তজম্মুল, নার্গিস-সহ একটি চক্র। এই আস্তানার সার্বিক পরিচালনায় রয়েছে হারিছের স্ত্রী দূর্দান্ত মাদক সম্রাজ্ঞী আবেদা। দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা ইয়াবা ফেনসিডিল-সহ রকমফের মাদকের চালান এসে জড়ো হয় এ আস্তানায়। পওে তা ছড়িয়ে দেয়া হয় সিলেট বিভাগের বিভিন্ন স্থানে।

মাদক ব্যবসাকে নির্বিঘেœ করার উদ্ধেশ্যে আবেদা ছাড়াও এই কলোনীতে জড়ো করা হয়েছে বিভিন্ন বয়েসের আরও নারী-শিমু ও পুরুষ। প্রতিবাদী স্থানীয় জনতাকে এদের দিয়ে নরী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার হুমকি দিয়ে থাকে আবেদা-সহ মাদক ব্যবসায়ীরা। কলোনীর দখলকাররা বাইরে থাকার সুযোগে কেয়ারটেকার হারিছ ও তার স্ত্রী আবেদাকে দিয়ে এ আস্তানা গড়ে তোলা হয়েছে। সিলেট কোতোয়ালী মডেল থানার লামাবাজার ফাঁড়ি পুলিশ এই আস্তানা থেকে নিয়মিত বখরা আদায়ের অভিযোগ রয়েছে স্থানীয়ভাবে।

Manual3 Ad Code

নগরীর পূর্ব সাগরদিঘীর পাারস্থ এই মাদক আস্থানার কারনে নানা অপরাধ-অপকর্মের দিকে দাবিত হচ্ছে স্থানীয় যুবকরা। ইতোপূর্বে এ কলোনীকে ঘিরে ভার্সিটিছাত্র অপহরণ ও অব্যবসায়ী অপহরনের মত একাধিক ঘটনা ঘটে গেছে। এসব ঘটনায় নিয়মিত দুটি মামলা সিলেট কোতোয়ালী পুলিশের তদন্তাধীন রয়েছে।

Manual8 Ad Code

এলাকার শান্তিকামী মানুষ মাদকসম্রাট হারিছ ও মাদকসম্রাজ্ঞী আবেদার এ আস্তানা উচ্ছেদে বর্তমান সরকার ও প্রশাসনের উর্ধতন কর্র্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দ্রæততর পদক্ষেপ কামনা করছেন।-ক্রমশঃ

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..