সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮
সিলেট :: নারী ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি সিলেট সার্কিট হাউস মিলনায়তনে মারিয়ান চৌধুরী সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি লুৎফুনন্নেছা খান, সংগঠনের ঘোষনা কর্মসূচি ও গঠনতন্ত্র নিয়ে ব্যয়ক আলোচনা করে প্রধান অতিথি বলেন, এটি একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংঠগন হিসেবে যাকাত ফান্ডের টাকা সহ সমাজের বিত্তশালীদের কাছ থেকে অনুদান নিয়ে এবং মাসিক চাঁদা সহ অনুদান সংগ্রহ করে সিলেটের অস্বচ্ছল ও অনগ্রসর পিছিয়ে পড়া মানুষেদেরকে সাহায্য ও সযোগিতা করার আহ্বান জানান।
উক্ত কমিটি গঠনের ব্যাপারে সার্বিক তত্বাবধানে ও সহযোগীতা করার জন্য তিনি কমরেড সিকান্দর আলীকে ধন্যবাদ জানান।
সভার শেষ পর্যায়ে সাধারণ পরিষদের সদস্যদের নির্বাচনের মাধ্যমে ৩ বৎসরের জন্য ৭ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কার্য নিবাহী কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি মারিয়ান চৌধুরী, সহ সভাপতি হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক বীনা রানি কর্মকার, সহ সাধারণ সম্পাদক মরিয়ম পারভিন, কোষাধ্যক্ষ রহিমা পারভিন লিলি, দপ্তর ও প্রচার সম্পাদক সাহানা আক্তার নয়ন, নিবার্হী সদস্য শিপা উরাং।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd