সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
ডেস্ক রিপোর্ট :: ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষে প্রতি বছর মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সিলেটের সুপরিচিত ছাত্র সংগঠন,অগ্রদূত ছাত্র পরিষদ।এবার ও এর ব্যতিক্রম নয়,প্রতি বছরের ন্যায় আগামী ২১সেপ্টেম্বর-২০১৮ইং, রোজ শুক্রবার সকাল ৯টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এই পরীক্ষা চলবে ঐতিহ্যবাহী বরায়া উত্তর ভাগ আলিম মাদ্রাসার হল রুমে।
দক্ষিণ সুরমা উপজেলা আর গোলাপগন্জ উপজেলার মোট ১৫টি স্কুল আর ৮টি মাদরাসা মিলিয়ে প্রায় সাত শ’ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম।
জে.এস.সি/জে.ডি.সি ও এস.এস.সি/দাখিল স্তরের পরীক্ষার্থীদের নিয়ে এ.সি.পি.মেধা বৃত্তি পরীক্ষার বরাবরের মতন আয়োজন করা হয়েছে।
ইতিপূর্বে এডমিন কার্ড বিতরণসহ আনুষঙ্গিক কাজ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।পরীক্ষা নেয়া হবে শুধুমাত্র গণিত ও ইংরেজি বিষয়ের উপর।
পরীক্ষার সময়সূচী ও পূর্ব থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে,গণিত -৯:১৫ হতে ১২:১৫ পর্যন্ত।পূর্ণ মান:১০০, ইংরেজী ২:০০ টা হতে বিকাল ৫:০০ পর্যন্ত। পূর্ণ মান:১০০ পরীক্ষা সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়মের আলোকে অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান,সিলেটের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, স্হানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ পি সি মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শনে অংশগ্রহণ করবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd