সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে পুলিশের হাতে এক ডাকাত ধরা পড়েছে। গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর থেকে এসে ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ রায়গড় বাইপাশ থেকে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির নগর গ্রামে ডাকাতি করার উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাশুরা গ্রামের মুক্তই মিয়া পুত্র আবুল হোসেন (৫৫) ডাকাতির সরঞ্জামাদি নিয়ে নগর গ্রামে ডাকাতির উদ্দেশ্যে রওয়ানা দেয়। বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারলে তারা বিকাল থেকে ঢাকাদক্ষিণ বাইপাস সড়কে টহল দিতে থাকে। এ সময় আবুল হোসেন পুলিশের হাতে ধরা পড়ে। ধৃত আবুল ডাকাতের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাপগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়, আবুলের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ৪টি ও ফেঞ্চুগঞ্জ থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে। কুখ্যাত ডাকাত আবুল গোলাপগঞ্জ ছাড়াও সিলেটের বিভিন্ন স্থানে ডাকাতি করেছে বলে জানায়। গোলাপগঞ্জ আটক করা হয়েছে এমন সংবাদে গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় স্বস্তি দেখা দিয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা যায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd