সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নিকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ২৯ আগস্ট উপ-সচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। সোমবার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম এই প্রজ্ঞাপনের কপি হাতে পেয়ে সংশ্লিষ্ট দফতরে প্রদান করেন।
সাবিরা নাজমুল মুন্নি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে ছয় বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। রায়ে আদালত মুন্নির এক কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন। মিথ্যা তথ্য ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে মামলাটি ২০০৯ সালে করা হয়েছিল। গত ১২ জুলাই রায় ঘোষণার সময় মুন্নি আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালতে আত্মসমর্পণ করে তিনি এই মামলা থেকে জামিন নেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd