সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৮
সিলেট :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান সৌজন্য সাক্ষাত করেছেন।
তিনি গতকাল শুক্রবার (২৯ জুন) জুমআ নামাজ শেষে নগরীর হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার মুসল্লিদের সাথে এ সাক্ষাত করেন।
এসময় তিনি জানান, নির্বাচিত হলে সিলেটকে একটি পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত নগরী গড়ে তুলতে আপ্রান চেষ্টা চালাবেন। তিনি সকলের দোয়া, ভালবাসা ও সর্মথন প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারী আলহাজ্ব ইমাদ উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা সেক্রেটারী ইসহাক আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী নুরে আলম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি শিহাব উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, মহানগর সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন খান প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd