জৈন্তাপুরে সরকারি বাঁধা অমান্য করে রাস্তার জায়গা দখল : অাটক ১

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৮

জৈন্তাপুরে সরকারি বাঁধা অমান্য করে রাস্তার জায়গা দখল : অাটক ১

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলা নিজপাট মাহুতহাটি গ্রামের রাস্তার জায়গা দখল করে বিল্ডিং নির্মাণের সংবাদ পেয়ে বিগত ২২মে মঙ্গলবার বিকাল ২টায় সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির হাসান পলাশের নেতৃত্ব উপজেলার নিজপাট মাহুতহাটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাহুতহাটি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মনির উদ্দিন কর্তৃক অবৈধ ভাবে রাস্তার জায়গা দখল করে গৃহ নির্মান চেষ্টা করলে প্রশাসন তাহা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন৷ তিনি ভ্রাম্যমান অাদালের অাদেশ মেনে নেন৷ পরবর্তীতে গত ২৩ জুন পুনরায় ভ্রাম্যমান অাদালতের রায় অমান্য করে বিল্ডিং নির্মাণ শুরু করেন৷ এনিয়ে উপজেলা সর্বত্র অালোচনার ঝড় উঠে৷ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অালোচনা সমালোচনার পর ভ্রাম্যমান অাদালত অাজ ২৫ জুন সোমবার বিকাল ২টায় ফের নিজপাট মাহুতহাটি গ্রামে অভিযান চালিয়ে সরকারি অাইন অমান্য করে পুনরায় বিল্ডিং নির্মানের দায়ে ঘটনাস্থল হতে মনির (৩০) কে অাটক করে নিয়ে যায় ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যট৷ পরে অাদালত পরিচালনা করে সরকারি অাইন অমান্য করা এবং রাস্তার জায়গা দখল করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে অাটক মনিরকে ৩(তিন) মাসের কারাদন্ড প্রদান করেন এবং নির্মাণাধীন বিল্ডিং সরানোর নির্দেশ দেওয়া হয়৷

Manual1 Ad Code

এবিষয়ে ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যজিষ্ট্যট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান অাদালত অমান্য করে মুনির বিল্ডিং নির্মান শুরু করে গুরুত্বর অপরাধ করেছে৷ মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের সাজা প্রদান সেই সাথে নির্মানাধীন অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে৷

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..