সিলেটে ১৭ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৮

সিলেটে ১৭ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

Manual3 Ad Code

ক্রাইম ডেস্ক :: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

Manual5 Ad Code

গত রবিবার র‌্যাব-৯, সিপিসি-১ সদস্যরা নির্বাহী ম্যজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলকে নিয়ে এ অভিযান পরিচালনা করে বলে সোমবার দুপুরে র‌্যাব-৯ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন দক্ষিণ সুরমা থানার ঝধি গ্রামের সোলেমানের পুত্র রায়হান (৩০) ০২ মাস, কোতোয়ালি থানার রন্দর গ্রামের আফজাল আলীর পুত্র মুনজুর (২১), ০১ মাস, দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা গ্রামের আব্দুস শুক্কুর (৩০), ১ মাস, খালের মুখ গ্রামের আব্দুল হাতেমের পুত্র মো. রমজান (৩০), ১ মাস, সিলাম গ্রামের মৃত ওমর আলীর পুত্র আব্দুল হেকিম (৫০), ৩ মাস, এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার ওসমান আলীর পুত্র সাদিকুর রহমান (২৪), ২ মাস, দয়ানীর গ্রামের আরস আলীর পুত্র ইমন সওদাগর ২২ দিন, মন্তু মিযার পুত্র লিলু মিয়া (৩০), ১ মাস, শিববাড়ির নুর ইসলামের পুত্র রাজন আহমদ(৩৫), ২০ দিন, ইউসুফ মিয়ার পুত্র মইনুল হোসেন (২৪), ১ মাস, নগরীর কলাপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র মনির (৩০), ১ মাস, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মজিদুল হকের পুত্র মিজান (২৫), ১ মাস, দক্ষিণ সুরমার স্টেশন রোডের মৃত আবুল আলীর পুত্র সোহেল আহম্মদ (২০) ১ মাস, নগরীর জেলরোড এলাকার রনজিত পালের পুত্র রতন পাল (২০), ১৫ দিন, লাউয়াইয়ের মৃত মর্তুজ আলীর পুত্র মোকলেস (৩৫) , ১ মাস, সেলিম মিয়ার পুত্র মো. সামসুল ইসলাম (৩০), ১ মাস ও চাঁদনীঘাট এলাকার মৃত নওয়াব আলীর পুত্র সুমন মিয়াকে (৩১), ৬ মাস বিনাশ্রম কারাদন্ড।

Manual2 Ad Code

অভিযানকালে মাদকসেবীদের নিকট থেকে ৩২ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়।
সাজাপ্রাপ্তদের জেলাকারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..