সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩’শ বোতল ভারতীয় ফেনসিডিল এবং স্বামী-স্ত্রী সহ তিনজনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ অবগত হয়ে তাৎক্ষনিক সিএনজি গাড়ীটি আটক করার জন্য অফিসারদের নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পেয়ে থানার এস.আই ইসমাল হোসেন, আবু কাউছার, সহকারী ডিএসবির মোঃ আবু সুফিয়ান এর নেতৃত্বে একদল পুলিশ দিঘীরপাড় পূর্ব ইউপির সিলেট-জকিগঞ্জ সড়কের রামপুর সংলগ্ন স্থানে রাস্তায় বেরিকেড দেন। রাত ১১টার দিকে (সিলেট-থ-১১-৯৭৫৩) নাম্বারের সিএনজি গাড়ীটি উল্লেখিত স্থানে পৌঁছালে পুলিশ আটক করে তল্লাশী চালিয়ে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ ও সিএনজি গাড়ীটি আটক করেন। এ সময় গাড়ী চালক সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিঘীরপাড় পূর্ব ইউপির দিঘীরপাড় গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র শাহাব উদ্দিন (৩৫) ও তাহার স্ত্রী নাজিয়া বেগম (৩০) এবং অটোরিক্সা চালক একই গ্রামের শরিফ উদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (২৫)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহাব উদ্দিন জানায়, উক্ত ভারতীয় ফেনসিডিলের চালান সে অটোরিক্সা যুগে জকিগঞ্জ উপজেলার উত্তরগুল গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে চালানটি সিলেট শহরে নিয়ে যাচ্ছিল। শাহাব উদ্দিন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিলেট শহরে বসবাস করে এবং সে পেশায় একজন অটোরিক্সা চালক। থানার ওসি আব্দুল আহাদ জানান, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে তার স্ত্রী নাজিয়া বেগম ও শিশুপুত্রদের মাদক বহনের কাজে ব্যবহার করে আসছিল। এ ঘটনায় সাথে জড়িত অন্যানদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে তিনি জানান। থানার এস.আই আবু কাউছার বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, মামলা নং- ১৪, তাং- ২১/০৬/২০১৮ইং। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd