সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুন ২০, ২০১৮
ক্রাইম ডেস্ক :: সিলেটের উপশহরে নারী উদ্যেক্তা ও ব্যবসায়ী মার্জিয়া বেগম রুমার দোকান ভাংচুর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন আদালত। গত ২১ মে আদালত পুলিশের দায়ের করা চার্জশিটের প্রেক্ষিতে সব আসামীর নাম আমলে নিয়ে এই গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এদিকে- আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা জারি হলেও আসামিদের এখনো গ্রেপ্তার করেনি সিলেটের শাহপরান থানার পুলিশ। মার্জিয়া বেগম রুমা জানিয়েছেন- আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
গ্রেপ্তারী পরোয়ানাপ্রাপ্ত আসামিরা হচ্ছে- শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা যুবলীগ নেতা শামীম ইকবাল, ব্যবসায়ী সৈয়দ মুহিবুর রহমান মিছলু, সৈয়দ মাজহারুল ইসলাম, নাহিদুর রহমান সাব্বির, জাকির, আব্দুল্লাহ আল মামুন, কাওছার, জুবায়ের হোসেন, ইসলাম উদ্দিন, রায়হার আহমদ, মোশাহিদ আহমদ, আমিন, মোমেন, ফজলুর রহমান, হুমায়ূন রশীদ সুমন, আকবর। গত ২১ নভেম্বর আসামিরা চাদার দাবিতে উপশহরের ফেডারেল গ্রীন সেন্টারের নিচ তলায় ওয়ান টু হান্ডেট প্লাস দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকানপাট ভাংচুর ছাড়াও ক্যাশে রক্ষিত ৩ লাখ টাকা লুটপাট করে। এ সময় তারা মালামালও লুট করে। এ ঘটনার পর ব্যবসায়ী মার্জিা বেগম রুমা সিলেটের শাহপরান থানার মামলা দায়ের করেন।
এদিকে- এ ঘটনায় শাহপরান থানার এসআই এনামুল আদালতে দুই মাস আগে চার্জশিট দেন। পরবর্তী আদালত সব আসামির নাম আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এদিকে- মার্জিয়া বেগম রুমা জানিয়েছেন- আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা ইতিমধ্যে শাহপরান থানায় পৌছেছে। কিন্তু কোনো আসামিকেই পুলিশ ধরছে না। মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিচ্ছে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd