সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : এশিয়ার ভারত মহাসাগরীয় দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেজন্য আগামীকাল শুক্রবার (১৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে দেশটিতে।
বৃহস্পতিবার (১৪ জুন) ইন্দোনেশিয়ার চাঁদ দেখা কমিটি সংবাদমাধ্যমকে বিষয়টি জানায়।
অবশ্য ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার (১৬ জুন)।
বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপনের একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। এ হিসেবে আগামী শনিবার বাংলাদেশেও ঈদ উদযাপিত হবে। তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটি এখনও বিষয়টি নিশ্চিত করেনি।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখা কমিটিও বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আকাশে চোখ রাখছে। চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে তাদেরও ঈদ উদযাপনের তারিখ নির্ধারণ হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd