ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: কারান্তরীণ, বিগত আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার সাজানো মাদক মামলায় আটক নির্যাতিত সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনকে মুক্তি দিতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দ্বারা সাজানো মিথ্যা মামলায় ফরমায়েশি মৃত্যু দন্ড রায় স্থগিত করে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা ছাত্রদলনেতা লিটনকে অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা।
বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় জাফলং মামার বাজার পয়েন্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলনেতা লিটনের মুক্তির দাবিতে এক
বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মামার বাজার পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। যুব নেতা গফুর আল মামুনের সভাপতিত্বে ও পূর্ব জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনের সঞ্চালনায় বক্তরা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি জানান। রাজনৈতিক প্রতি হিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ,যুব নেতা আব্দুর রহিম, পূর্ব জাফলং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উসমান আলী প্রমুখ।
বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামী-কে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদক (হিরোইন) সহ পুলিশ গ্রেফতার করে। এই মামলায় বিজ্ঞ আদালত বিগত ২০২৩ সালের ৫ ই অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করেন এবং ২ জন আসামী-কে খালাস প্রদান করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..