গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র উদ্বোধন

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৫

গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র উদ্বোধন

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: আর নয় শহর কিংবা দূরে, সকল সেবা মিলবে এখন গোয়াইনঘাটে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুলভ ও নিরাপদ এবং আধুনিক চিকিৎসার সকল সুবিধা সম্বলিত শতভাগ চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে পর্যটন এলাকাখ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের কলেজ রোডে যাত্রা শুরু করল ‘গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

Manual5 Ad Code

শুক্রবার (১৩জুন) বেলা ২টায় গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান মো: সুহেল আমিন’র সভাপতিত্বে এবং হাসপাতালের ডিরেক্টর মো: সালেক আহমদ’র পরিচালনায় স্বাগত বক্তব্যে গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র চেয়ারম্যান সুহেল আমিন বলেন, প্রায় আড়াই লক্ষ মানুষের জনপদ গোয়াইনঘাট উপজেলার প্রত্যান্ত এলাকার আপামর জনগণের হাতের নাগালে অত্যাধুনিক মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল আলট্রাসনোগ্রাম, এক্সরে, ইসিজি, ডায়াবেটিস, প্যাথলজিক্যাল পরীক্ষা সমূহ কমখরচে এখন থেকে করতে পারবেন।

Manual7 Ad Code

এছাড়াও দ্রুততম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান, অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটার, প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা প্রসূতি মায়েদের নরমাল ও সিজারিয়ান ডেলিভারির বিশেষ সুবিধা, প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসনোগ্রাফির সু-ব্যবস্থা, ওয়ার্ড, কেবিন ও ভিআইপি কেবিন, ২৪ ঘন্টা ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা, স্বার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা এবং জেনারেটর দ্বারা ডিজিটাল এক্স-রে, স্বার্বক্ষনিক অক্সিজেন ও নেবুলাইজেশন সুবিধা, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারীর পাশাপাশি নিজস্ব এ্যাম্বোলেন্স সার্ভিস রয়েছে।

Manual1 Ad Code

এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগী দেখবেন। তথ্যপ্রযুক্তির এ যুগে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এসে চিকিৎসা সেবা গ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে এ-সময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, হাসপাতালের ডাইরেক্টর, শ্যামল দাস, আব্দুল আজিজ, আফজল হোসেন, সালেহ আহমদ, মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলিম উদ্দিন দূর্লভপুরী, মাওলানা শামসুদ্দিন দূর্লভপুরী, মাওলানা আব্দুল লতিফ মহেশপুরী, মাওলানা ক্বারী হারুনর রশীদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক আবদুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ প্রমূখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..