‘সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে লক্ষ্য পানে এগিয়ে যাবে আজকের সিলেট’

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫

‘সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে লক্ষ্য পানে এগিয়ে যাবে আজকের সিলেট’

Manual3 Ad Code

দীর্ঘ ১৩ বছরের পথ অতিক্রম করে ১৪ বছরে পদার্পণ করেছে সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট। ১৪ তম পদার্পণ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সুধী সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

আজকের সিলেট ডটকম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী সম্পাদক মিজান মোহাম্মদের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এডিটর ইন চিফ এম. সাইফুর রহমান তালুকদার।
সুধি সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, সিলেট জোল বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এসএমপির মুখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাবেল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট উইমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি শফিকুল ইসলাম, সিলেট জেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরি পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল ও মো. আব্দুল হাছিব, সিলেট মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব আকরাম হোসেন, সাংবাদিক তারেক আহমদ খান, আলমগীর হোসেন, নাবিল আহমদ, ডিএইচ মান্না, ইব্রাহিম খান রনি, নাহিদ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান আজকের সিলেট এর প্রধান বার্তা সম্পাদক এম.এম হোসেন রুবেল, যুগ্ন সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, নিজস্ব প্রতিবেদক সৈয়দ রাসেল আহমদ, শিপন চন্দ্র জয়, আহমদে পাবেল, শ্যামল গুণ, মো. ফারুল মিয়া ফারুক, ফটো সাংবাদিক মো. সোহেল মিয়া ও ফাহিম আহমদ চৌধুরী।
সূধি সমাবেশে বক্তার বলেন, ২০১২ সালে জাতির এক কান্তিকালে যাত্রা শুরু করে আজকের সিলেট। সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে প্রতিষ্ঠানটি ১৩ বছর পাড়ি দিয়েছে। দীর্ঘ এই পথচলায় কখনো আপোষ করেনি। একটি গণমাধ্যমের জন্য ১৩টি বছর অতিক্রম করা মোটেও কম নয়। রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের ঐতিহ্য ও নীতিকে ধরে রেখেছে। অতিতের মতো সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে লক্ষ্য পানে এগিয়ে যাবে আজকের সিলেট।
অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের প্রতিনিধি শফিকুল ইসলাম, সিলেট নিউজ ওয়াল্ডের পক্ষ থেকে বার্তা সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের সিলেটকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..