সিলেট ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের সদর উপজেলার সাহেবের বাজার এলাকায় বিএনপি নেতা পরিচয়দানকারী সালাহউদ্দিনের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষজন। সে এই এলাকায় গড়ে তুলেছে একটি দাঙ্গাবাজ বাহিনী। এই বাহিনীর সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছেন। ভয়ে এলাকার কোন লোক তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি।
এমনই এক হামলা ও লুটপাট করা হয়েছে এক বয়স্ক মহিলার পরিবারের উপর।
সালাহউদ্দিন ও তার বাহিনীর হামলায় অতিষ্ঠ হয়ে সিলেট আদালতে একটি মামলা দায়ের করেছেন মোছাঃ আপ্তেরা বিবি (৮৭)। তিনি এয়ারপোর্ট থানাধীন লুসাইন গ্রামের মৃত মনু মিয়ার স্ত্রী।
সোমবার (২ জুন) সিলেটের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে দ্রুতবিচার আইনে সালাউদ্দিনকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেছেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও গ্রামের বাসিন্দা সালাহউদ্দিনের ভাই নাজিম উদ্দীন (৩৫), তার পিতা আশিদ মিয়া (৫৮), টিল্লাপাড়া গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান মুহিত (২৬), মাহবুবুর রহমান তুহিন (২৮), মিসবাহ উদ্দিন (৩২), বাচ্চু মিয়া (৪৮), তারেক আহমদ (২৪), কামাল মিয়া (২৪), লুসাইন গ্রামের বাসিন্দা শাহরিয়ার রহমান সাজু (২৪), আজিজুর রহমান (৫৬), পশ্চিম পাঠানগাঁওয়ের বাসিন্দা আলবাব মিয়া (৩৮), সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।
গত ২৫ মে দুপুরে সালাউদ্দিনের নেতৃত্বে বিবাদীরা ওই মহিলার পরিবারের সদস্যদের মারধর করে ঘরের সকল আসবাবপত্র ও টাকা-মূল্যবান জিনিসপত্র সহ ১০ লক্ষ টাকার স্বর্ণ নিয়ে যায় এবং বৃদ্ধা মহিলা ও তার পরিবারের লোকদের ঘর ছাড়া করেন।
পরে নিরুপায় হয়ে বয়স্ক মহিলা এই সন্ত্রাসী সিন্ডিকেটের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেফতারপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd