তালতলাস্থ হোটেল গ্রীন গার্ডেনের মালিক ও স্টাফদের বিরুদ্ধে চুরির অভিযোগ

প্রকাশিত: ৩:৫৫ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫

তালতলাস্থ হোটেল গ্রীন গার্ডেনের মালিক ও স্টাফদের বিরুদ্ধে চুরির অভিযোগ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর তালতলাস্থ হোটেল গ্রীন গার্ডেন আবাসিকে সিটি কর্পোরেশনের এক গাড়ি চালকের রুম চুরির অভিযোগ উঠেছে হোটেল মালিকের বিরুদ্ধে।

গত ৮ মে কোতয়ালী মডেল থানাধীন তালতলাস্থ হোটেল গ্রীন গার্ডেন আবাসিক এর ৫ম তলার ৪০৬নং রুমে এ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সিসিকের গাড়ি চালক হুমায়ুন রশিদ বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়ের দীর্ঘ ২০ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ বিষয়টি এখনও তদন্তই করেনি। মামলায় অভিযোক্তরা হলেন হোটেলের ভাড়াটিয়া মালিক হোটেল গ্রীন গার্ডেন ফজলু মিয়া (৪৫), হোটেল ম্যানেজার সায়েম মিয়া (৩৫), স্টাফ জামাল মিয়া (৩৬), ও আজিজ (৩৪)।

Manual4 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদি সিলেট সিটি কর্পোরেশনের গাড়ী চালক। তিনি প্রায় ৭ বছর পূর্ব হইতে কোতয়ালী মডেল থানাধীন তালতলাস্থ হোটেল গ্রীন গার্ডেন আবাসিক এর ৫ম তলার ৪০৬নং রুমে বসাবস করছেন। গত ৮ মে সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার সময় তিনি রুম তালাবদ্ধ করে কর্মস্থলে চলে যান। পর দিন অর্থাৎ ৯ মে সকাল অনুমান সাড়ে ৯ টার সময় রুমের সামনে নতুন তালা লাগানো। হোটেল ম্যানেজার সায়েম মিয়াকে জিজ্ঞাসা করিলে সে জানায় হোটেল মালিক বিবাদী ফজলু মিয়া রুমে নতুন তালা লাগিয়েছে এবং রুমে কোন মালামাল নাই। পরে তিনি ফজলু মিয়ার সাথে দেখা করতে চাইলে হোটেল স্টাফ ও ম্যানেজার তাকে মারপিট করার জন্য উদ্যত হয় এবং বিভিন্ন ধরনের হুমকী প্রদান করে। দীর্ঘদিন বসবাস করায় রুমের মধ্যে হুমায়ুন রশিদের মূল্যবান জিনিস-পত্র ও টাকা রয়েছে। এগুলো তারা নেওয়ার উদ্দেশ্যে রুম চুরি করেছে।

Manual4 Ad Code

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, কোন এক এসআইকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এখনো বাদির সাথে কোন যোগাযোগ করেননি বা চুরি হওয়া মামলা উদ্ধারের চেষ্টা করেননি।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..