গোয়াইনঘাটে প্রবাসীর গাড়িতে ভয়াবহ ডাকাতি : জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

গোয়াইনঘাটে প্রবাসীর গাড়িতে ভয়াবহ ডাকাতি : জড়িতদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার উনাই ভাঙ্গা এলাকায় কুয়েত থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীর গাড়ি আটকে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ ঘটিকায় উনাই ভাঙ্গা এলাকায় ১৫-২০ সন্ত্রাসী প্রবাসীর গাড়ি আটক করে ভয়াবহ ডাকাতি করেছেন।

ডাকাতির শিকার প্রবাসী হেলাল উদ্দিন গোয়াইনঘাট উপজেলার ভাদেশ্বর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রবাসী হেলাল উদ্দিনের ভাই বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী হেলাল উদ্দিন মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে উনাই নামক স্থানে একদল ডাকাত প্রবাসী হেলাল উদ্দিনের বহনকারী নোহা গাড়ি আটক করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে পাসপোর্ট, স্বর্ণালংকার, কুয়েতি টাকা সহ কিছু ছিনিয়ে নিয়েছেন।

এই ডাকাতির ঘটনায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুল বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তারা বলেন, এলাকার অস্তিত্বের উপর আঘাত করেছে। আমাদের এলাকার ঐতিহ্য ধ্বংস হচ্ছে। এই ডাকাতরা এলাকার ইতিহাস-ঐতিহ্যের উপর আঘাত করেছে। তাই আগামী ২৪ ঘন্টার ভিতর এদেরকে আইনের আওতায় দেখতে চাই। অন্যতায় আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবো।

প্রতিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ। এসময় তিনি বলেন, অভিযোগ পেয়েছি আইনি ভাবে যা কিছু করার আমরা করবো। ডাকাতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..