জাফলংয়ে পাথর লুটে জড়িত নয় তবুও মামলার আসামি শাহপরান

প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

জাফলংয়ে পাথর লুটে জড়িত নয় তবুও মামলার আসামি শাহপরান

Manual1 Ad Code

সিলেট জেলা বিএনপি নেতা ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম শাহপরানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে।

Manual6 Ad Code

উত্তর সিলেটের সর্ববৃহৎ বানিজ্যিক সংঘঠন তামাবিল পাথর আমদানি রপ্তানিকারক গ্রুপের নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

তাছাড়া তিনি বিগত ৫ আগস্টের পর একটি মিথ্যা অভিযোগে দলীয় পদ স্থগিত হওয়ায় কোয়ারির ধারেকাছেও যাননি। এমনকি তিনি কোন গর্ত করে পাথর উত্তোলন করেননি। তিনি তামাবিল স্থলবন্দরে বৈধভাবে পাথর আমদানির ব্যবসা করছেন। এই মামলার সাথে কোন ভাবেই তিনি জড়িত নয় বলে দাবি করছেন।

Manual1 Ad Code

মো. রফিকুল ইসলাম শাহপরান বলেন, সামনে তামাবিল স্থলবন্দর পাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের নির্বাচন। এই নির্বাচন নিয়ে আমি ব্যস্ত সময় পার করছি। আমি কোন ভাবেই জাফলংয়ের পাথর উত্তোলনের সাথে জড়িত না। পূর্বেও পরিবেশ অধিদপ্তর সিলেট’র সহকারি পরিচালক মো. বদরুল হক বাদি হয়ে দুটি মামলা দায়ের করেছেন। ওই দুই মামলায়ও আমাকে আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা পাশ্ববর্তী উপজেলা জৈন্তাপুরের বাসিন্দা হওয়ায় তিনি সরেজমিন তদন্ত না করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে এ সকল মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন। মামলা দায়ের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে মামলা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমন।

Manual1 Ad Code

পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তার গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার আওয়ামী লীগ নেতাদের গভীর সখ্যতা রয়েছে। ফলে তিনি তাদের কথায় কোন প্রকার তদন্ত ছাড়াই এমন মিথ্যা মামলা করে যাচ্ছেন।
আমি এই সাজানো মামলার বিরুদ্ধে আদালতে মামলা করবো। পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা প্রমাণ করতে হবে আমি কি ভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..