৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের পতন হয় এর মালিকানা সমস্থ জনগণের : বিশ্বনাথে মুনতাসির আলী

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের পতন হয় এর মালিকানা সমস্থ জনগণের : বিশ্বনাথে মুনতাসির আলী

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। এই গণ গণঅভ্যুত্থানকে যারা বিপ্লব হিসেবে রাঙ্গাবার চেষ্ঠা করছেন এটা আসলে ভূল। এই গণঅভ্যুত্থান ২য় স্বাধীনতা হিসেবে উদযাপন করছেন এটা একটা ভূল রাজনীতি। একটা দেশ বারবার স্বাধীন হয়না। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র-জনতা, সকল রাজনৈতিক দলের সমন্বয়ে গণঅভ্যুত্থানের একটি সরকারের পতন হয়। এর মালিকানা কতিপয় কোন ব্যক্তির নয়, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরও নয়। এর মালিকানা সমস্থ জনগণের। তিনি রবিবার (২৩ মার্চ) উপজেলা মডেল মসজিদ হলরুমে বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual6 Ad Code

বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ রফিক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (সাবেক) মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, আন্জুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙুর।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সহসভাপতি মুফতি শিহাব উদ্দিন, অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, অধ্যক্ষ গৌছ উদ্দীন, সহসাধারণ সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, হাফিজ মুহসিন আহমদ, বায়তুলমাল সম্পাদক এনামুল হক, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক আলী আহমদ, প্রচার সম্পাদক রাসেল শিকদার, লামাকাজী ইউনিয়ন সভাপতি জাহেদ আহমদ জেহীন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, খাজাঞ্চি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান আরিফ, অলংকারী ইউনিয়নের সভাপতি মজদুদ্দীন মাজেদ, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল আহাদ, রামপাশা ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, দৌলতপুর ইউনিয়নের সভাপতি বুরহান উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়নের আব্দুল জলীল, দেওকলস ইউনিয়নের আব্দুর রহমান, দশঘর ইউনিয়নের সভাপতি লুকমান আহমদ প্রমূখ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..