গোয়াইনঘাটে যুবক খুনের নেপথ্যে ভারতীয় চোরাচালান

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

গোয়াইনঘাটে যুবক খুনের নেপথ্যে ভারতীয় চোরাচালান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে যুবককে খুন করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারের পাশে মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। চোরাচালানিরাই সাহেলকে হত্যা করতে পারে এমন ধারণা স্থানীয়দের। পরিবারের বড় ছেলেকে হারিয়ে অসুস্থ পিতাকে পাগল প্রায়।

খুন হওয়া যুবকের নাম সাহেল শাহরিয়ার (২১)। তিনি উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পূর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতকারিরা তার মোটরসাইকেল আটিকে নগদ অর্থ ও মোটরসাইকেলটি নিয়ে যায়।

এ সময় সাহেলের পথরোধ করে মাথায় ও শরীরের তিনটি স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় তার পকেটে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সাহেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ড- এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ।

Manual1 Ad Code

স্থানীয়দের দাবি, ওই রুট চিনি চোরাচালানের নিরাপদ রুট। প্রতিদিন ভোরে ভারতীয় চিনির চালান আসে। চোরাচালানিরাই সাহেলকে হত্যা করতে পারে এমন ধারণা স্থানীয়দের।

Manual2 Ad Code

স্থানীয়রা আরও জানান, সাহেলের পিতা মুজিবুর রহমান অনেক দিন ধরে অসুস্থ। পরিবারের বড় ছেলে হিসেবে সাহেলই পুরো পরিবার চালাতেন। সাহেল এলাকায় অত্যন্ত নম্র, ভদ্র হিসাবে সবার কাছে পরিচিত।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..