ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাব্বির মিয়াকে বাড়ীতে না পেয়ে ঘরবাড়ী, দোকানপাঠে হামলা-ভাংচুর, বাবাকে গ্রেফতার

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাব্বির মিয়াকে বাড়ীতে না পেয়ে ঘরবাড়ী, দোকানপাঠে হামলা-ভাংচুর, বাবাকে গ্রেফতার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের কোতোয়ালী থানা পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাব্বির মিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যাহার নং-কোতোয়ালী থানার মামলা নং-২২, তারিখ-১৬/১০/২০২৪ইং, কোতোয়ালী জি.আর মামলা নং-৩৭৭/২০২৪ইং, ধারাঃ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ও তৎসহ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড-১৮৬০; উক্ত মামলায় বিগত ১৭/১০/২০২৪ইং তারিখে তাহার নামে আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় ধর্ম অবমাননার কারণে অন্য একটি মামলা দায়ের করা হয়, যাহার নং-কমলগঞ্জ থানার মামলা নং-১৫, তারিখ-১০/১০/২০২৪ইং, কমলগঞ্জ জি.আর মামলা নং-১২৫/২০২৪ইং, ধারাঃ ২৯৫-এ পেনাল কোড-১৮৬০, উক্ত মামলায় গত ৩১/১২/২০২৪ইং তারিখে তাহার নামে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। উপরোক্ত ২টি মামলায় গ্রেফতারী পরোয়ানা মূলে কমলগঞ্জ থানা পুলিশ আসামীকে গ্রেফতার করিতে আসিলে আসামী যুক্তরাজ্যে থাকায় তাহাকে না পেয়ে তাহার পিতাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং সেখানে উপস্থিত থাকা বিএনপি জামায়াতের নেতাকর্মীরা তাহার পরিবারের সদস্যদের মারধর করে এবং তাহার বাড়ীতে ও তাহার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর, অগ্নিসংযোগ করে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জকে তাহার পিতাকে গ্রেফতারের কারণ জিজ্ঞাসা করিলে তিনি জানান যে, কোতোয়ালী থানার উল্লেখিত মামলায় তাহার পিতাকেও আসামী করা হয়েছে। বিধায় তাহার পিতাকে গ্রেফতার করা হয়েছে। আসামী মোঃ সাব্বির মিয়ার পরিবারের সহিত যোগাযোগ করিলে তাহারা বলেন যে, স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আমার ছেলেকে পূর্বশত্রুতার কারণে মিথ্যা মামলায় জড়িত করিয়া তাহাকে এবং পরিবারের সদস্যদের হয়রানী করিতেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..