সুনামগঞ্জে আইফোন গ্রিফট পেয়ে ছাত্রদল নেতাকে গ্রেফতার

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

সুনামগঞ্জে আইফোন গ্রিফট পেয়ে ছাত্রদল নেতাকে গ্রেফতার

Manual6 Ad Code

ছাতক প্রতি‌নি‌ধি :: সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ, জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, শোয়েব আহমদকে ষড়যন্তমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

গত শুক্রবার রাত ৯টায় জাউয়াবাজারে মিলন অডিটোরিয়ামে বাজারের ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি জুনেদ আহমদের পরিচালনায় অনু‌ষ্টিত সভায়

Manual2 Ad Code

বক্তব্য রাখেন, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান পীর, উপজেলা বিএনপির সাবেক সহ সাগঠনিক সম্পাদক, সিলেটের ট্রাভেল ব্যবসায়ী এ এম  আলমগীর, বিএনপি নেতা, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, কারা নির্যাতিত, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শোয়েব আহমদ।

Manual5 Ad Code

শোয়েব আহমদ বলেন, যুক্তরাজ্যে বসবাস করে আসছেন তার বড় ভাই, সাবেক ছাত্রদল নেতা শহিদুজ্জামান সুজন। যুক্তরাজ্যে স্থানীয় পাইগাঁও গ্রামের কবির আহমদের বিরুদ্ধে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে সেখানে তাদের মধ্যে বিরোধ চলছে।

Manual6 Ad Code

তার ভাই সুজন কবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। যুক্তরাজ্যের বিরোধকে কেন্দ্র করে গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে যুক্তরাজ্য প্রবাসী কবিরের সহযোগি বর্তমানে পাইগাঁও গ্রামের বসবাসকারি নানু মিয়া ফোন করে শোয়েবকে বাড়ি থেকে জাউয়াবাজারে ডেকে এনে সাদা পোষাকের ডিবি পুলিশের হাতে তুলে দেয়।

ওই রাতে থানায় নিয়ে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন সাহেলের বিরুদ্ধে  জাউয়াবাজার পু‌লিশ ফা‌ড়ি ইনচাজ এসআই সালামের দায়েরি পুলিশ এ্যাসল্ট মামলায় অজ্ঞাতনামা আসামী দেখিয়ে পরদিন  সকা‌লে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। দুইদিন কারা ভোগের পর ৫ ফেব্রুয়ারি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন শোয়েব।

তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাজ্য প্রবাসী কবিরের কাছ থেকে মাত্র দেড় লাখ টাকার একটি আইফোন পেয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম এর নি‌দে‌শে সুনামগঞ্জ থে‌কে ডি‌বি পু‌লিশ ছাত‌কে জাউয়াবাজার এসে নানুর মাধ্যমে ডিবি পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। যে কারণে তাকে দুইদিন কারভোগও করতে হয়। এঘটনার তীব্র প্রতিবাদ সভায় জাউয়াবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল মুকিত, সেক্রেটারি শামছুল হক, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ উজ্জল মিয়া, সদস্য নাছির উদ্দিন, ব্যবসায়ী মিলন আহমদ, আবদাল হোসেন, আবদুল ওয়াদুদ লুদু, রাজু আহমেদ পীরসহ ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সম্পূর্ন অন্যায় ভাবে শোয়েবকে গ্রেফতারের পর দুইদিন কারাভোগ করা হয়েছে। একটি আইফোন গ্রিফট পেয়ে বিতর্কিত জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম নি‌দে‌শে ডি‌বির পু‌লিশ একজন নিরপরাধ ব্যক্তিকে পুলিশ এ্যাসল্ট মামলায় গ্রেফতার করে যে ধৃষ্টতা দেখিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি সাজানো এ ঘটনার সঙ্গে বিতর্কিত জেলা পু‌লিশ সুপারসহ জড়িতদের  বিচারের আওতায় এনে নিরপরাধ ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতির জোর দাবি করেছেন ব্যবসায়ীরা।

বিতর্কিত পু‌লিশ সুপার একটি আইফোন গ্রিফট পেয়ে আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম এর নি‌দে‌শে সুনামগ‌ঞ্জে ডি‌বির পু‌লিশ জাউয়াবাজার অ‌ভিযান চালায়। এ অভিযা‌নের ঘটনায় নি‌য়ে জেলাজু‌ড়েই নানা সমা‌লোচনার ঝড় বইছে। এব‌্যাপা‌রে আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম তার অ‌ফিস মোবাইল নম্বা‌রে ফো‌নে কল হ‌চ্ছে। তি‌নি রি‌সিভ ক‌রে‌নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

………………………..