সিলেটে বিএনপির মিছিলে হামলা: মোমেন ও নাসিম আহমদ সহ ৬৪ জনের নামে মামলা

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

সিলেটে বিএনপির মিছিলে হামলা: মোমেন ও নাসিম আহমদ সহ ৬৪ জনের নামে মামলা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে ৪ আগস্ট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন নগরে মিছিল বের করে। মিছিলটি সিলেট নগরীর সোবাহানীঘাট এলাকায় এলে অভিযুক্তরা হামলা চালিয়ে গুলি ছুড়ে ও বোমা বর্ষণ করে। এতে তিনিসহ অনেকে আহত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সিলেটে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিলে হামলা চালানোর অভিযোগে সিলেটে আরেকটি মামলা হয়েছে।

Manual4 Ad Code

সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার মামলাটি করেন নগরের সেনপাড়া এলাকার জুবেল আহমদ স্বপন নামের ব্যক্তি।

তিনি ওই হামলায় আহত হন বলে এজাহারে দাবি করেছেন। এজাহারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খানসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। আদালত এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী বেলাল আহমদ।

Manual4 Ad Code

মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার জাকির হোসেন ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন সিলেট মহানগর পুলিশের ডিবির উপকমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটির প্রধান শাহরিয়ার আল মামুন, উপকমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী, সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, জাহাঙ্গীর আলম, এসএম শওকত আমিন তৌহিদ ও রুহেল আহমদ, সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রজতকান্তি গুপ্ত সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, যুবলীগ নেতা সাজলু লস্কর, শামিম ইকবাল, সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা নাসিম আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে ৪ আগস্ট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন নগরে মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে অভিযুক্তরা হামলা চালিয়ে গুলি ছুড়ে ও বোমা বর্ষণ করে। এতে তিনিসহ অনেকে আহত হন। একই অভিযোগে মঙ্গলবার আরেকটি মামলা করেন সাজন আহমদ সাজু নামের দক্ষিণ সুরমা সরকারি কলেজের এক শিক্ষার্থী।

Manual1 Ad Code

ওই মামলায় সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র, সদ্য সাবেক তিন এমপিসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..