সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি :: লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ আজ একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানান, ১৪ অক্টোবর ২০২৪ইং তার ওপর একটি ভয়াবহ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেছেন, হামলায় ৭–৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অভ্যন্তরীণ হামলা চালায়। হামলাকারীরা প্রকাশ্যে বলেছিল, “এই ছাত্রলীগটাকে আজ শেষ করে ফেলো”, “ছাত্রলীগ মারলে কোনো বিচার নাই”।
মুক্তাদির জানান, তিনি আগে থেকেই লক্ষ্য করেছিলেন যে বিএনপি-জামায়াতপন্থী সন্ত্রাসীরা তাকে ফলো করছে। হামলার পরে স্থানীয়রা তাকে দ্রুত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে অভিযোগ জানাতে গেলে থানার পুলিশ কোনো জিডি গ্রহণ করেনি এবং হুমকিসহ অপারগতা প্রকাশ করেছে।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, “আইনের দ্বারস্থ হয়েও ন্যায়বিচার না পেয়ে আমি জাতির কাছে এই ঘটনার সত্যতা তুলে ধরার জন্য এখানে এসেছি। আমার জীবন এখন চরম ঝুঁকির মধ্যে।”
মুক্তাদির এদিন সুনির্দিষ্টভাবে হামলাকারীকে চিহ্নিত করেছেন, যাদের মধ্যে সিলেট জেলা ছাত্রদল ও লামাকাজী ইউনিয়ন জামায়াত এবং যুবদলের নেতারা রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন, ১.জামিল আহমদ (সিলেট জেলা ছাত্রদল নেতা), ২. জুবায়ের আহমদ (সিলেট জেলা ছাত্রদল), ৩. খলিল আহমদ (লামাকাজী ইউনিয়ন যুবদল সভাপতি), ৪. জুয়েল আহমদ (লামাকাজী ইউনিয়ন জামায়াতসেক্রেটারি), ৫. ইমরান আহমদ (সিলেট জেলা ছাত্রদল), ৬. আব্দুল্লাহ (লামাকাজী ইউনিয়নছাত্রদল সভাপতি), ৭. গোলাম কিবরিয়া (২নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারি)।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আবেদন জানান, দেশবাসীর কাছে এই ঘটনা তুলে ধরতে এবং তার নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য সহযোগিতা করতে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd