নেতাকর্মীদের প্রতি সিলেটের সাবেক যুবদল নেতৃবৃন্দের কঠোর বার্তা

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

নেতাকর্মীদের প্রতি সিলেটের সাবেক যুবদল নেতৃবৃন্দের কঠোর বার্তা

Manual2 Ad Code

দলের ভাবমূর্তি কোনো অবস্থাতেই ক্ষুণ্ন করতে দেওয়া হবে না বলে জানিয়েছে সিলেট যুবদল। সিলেট যুবদলের সাবেক আহবায়ক কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গত স্বৈরাচার সরকারের দোসর এবং গণতন্ত্রবিরোধী প্রেতাত্মারা নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত। এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহবান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- অর্জিত বিজয়কে কোনো অবস্থায় প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না। এছাড়া কারো ব্যক্তিগত অপকর্মের দায়ও সংগঠন নেবে না।

Manual5 Ad Code

ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে উল্লেখ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য উমেদুর রহমান উমেদ, ওসমান গনী, লিটন আহমদ, মিজানুর রহমান নেছার, জি এম বাপ্পি, অলি চৌধুরী, মাহফুজুস সামাদ চৌধুরী, আলী আহমদ আলম, আমিনুল ইসলাম আমিন, রায়হান আহমদ, সাইফুল ইসলাম, এস এম পলাশ, আব্দুল মালিক সহ নেতৃবৃন্দ বলেন সংঘটিত অপ্রীতিকর ঘটনার সাথে জেলা ও মহানগর যুবদলের কোনো সম্পৃক্ততা নেই।

Manual4 Ad Code

নাম ভাঙিয়ে কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কর্মকাণ্ডে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

এছাড়া বর্তমানে দেখা যাচ্ছে- ভার্চুয়াল মাধ্যমে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক লেখা অনেকে দিচ্ছেন। এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সকলকে এসব পরিহার করে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহবান করা যাচ্ছে।বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..