সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে চোরাই পথে আসা ভারতীয় ৬৭ টি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ৪৮ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে, ৪৮ বিজিবি এর একটি চৌকষ টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জৈন্তাপুর উপজেলার বিরাইমারা হাওর সীমান্ত এলাকা হতে ৬৭ টি ভারতীয় বড় আকারের মহিষ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। বিজিবি টহল দলের অবস্থান জানতে পেয়ে চোরাকারবারিরা মহিষ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়, ফলে বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি।
সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানের ৬৭ টি বড় আকারের মহিষগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মহিষগুলো ৪৮ বিজিবির তামাবিল বিওপির জিম্মায় রাখা হয়েছে। স্থানীয় কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd