সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ০৭ নম্বর অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এমন মিয়া মুন্নার পৈত্রিক বাড়িতে ভয়াবহ সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রসহ মো. এমন মিয়া মুন্নার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে তার নাম ধরে ডাকাডাকি করতে থাকে। মো. এমন মিয়া মুন্না বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় তাকে খুঁজে না পেয়ে দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। আসবাবপত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করা হয়। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেয়, ফলে মূল্যবান সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হামলার সময় বাড়ির মালিক মো. এমন মিয়া মুন্নার বাবা মো. মনু মিয়া বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
হামলার সময় বাড়িতে থাকা নারী ও শিশুরা আতঙ্কে চিৎকার করলে দুর্বৃত্তরা তাদেরও হুমকি দেয়। তারা বলে, “তোমাদের ছেলে রাজনীতি করে, তাকে রাজনীতি ছাড়াতে বলো। দেশে ফিরলে ভালো হবে না।” এ ঘটনায় পরিবারের নারী সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের অভিযোগ, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় মো. এমন মিয়া মুন্না সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের আন্দোলনে অংশ না নিতে অনুরোধ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আন্দোলন প্রতিহত করতে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছেন এমন আলোচনাও এলাকায় রয়েছে। এসব কারণে রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, মো. এমন মিয়া মুন্না বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও জানা গেছে।
বিগত কিছুদিন ধরে পুলিশি কার্যক্রম সীমিত থাকায় প্রশাসনের দায়িত্বশীল কারও সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানান।
এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এ ধরনের সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd