সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : বিয়ানীবাজারে সংঘর্ষে নিহত তারেক আহমদের মৃত্যুর ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব ও রেজওয়ান করিমসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন মৃত তারেক আহমদের পিতা। ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় ১১ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তুমুল রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিয়ানীবাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন, তাদের মধ্যে একজন ছিলেন তারেক আহমদ। ওইদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে—তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনের মুখে দেশ ত্যাগ করলে বিভিন্ন স্থানে সহিংসতা, লুটপাট ও থানায় হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় রাজনীতি ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। নিহত তারেক আহমদের পিতা পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের করেন, যেখানে রেজওয়ান করিমকে ষষ্ঠ আসামি করা হয়। মামলায় উল্লেখ করা হয়, সংঘর্ষ চলাকালে পরিকল্পিতভাবে তারেক আহমদকে হত্যা করা হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd