সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৪
জৈন্তাপুর প্রতিনিধি :: দলীয় কোন্দলের জের ধরে সিলেটের জৈন্তাপুরে সাবেক ছাত্রনেতা রেজওয়ান আহমদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার ২ আগস্ট বিকাল ৩ টার সময় এক দল দুর্বৃত্ত জৈন্তাপুর উপজেলার হেমু ভাটপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রেজওয়ান আহমদের বাড়িতে এ হামলা চালায়।
স্থানিয়রা জানায়, এক দল দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে লাটিশুটা নিয়ে বাড়িতে হামলা করলে বাড়িতে থাকা লোকজন প্রাণভয়ে এদিক ওদিক ছুটাছুটি করে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং আসবাবপত্র ভাংচুর করে বিরধাপটে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ঘটনার খবর পেয়ে প্রতিবেশিরা ঘটনাস্থলে এগিয়ে আসে। তবে সরকার বিরোধী দলীয় কোন্দল হওয়ায় থানায় বা স্থানীয় ভাবে প্রাণ ভয়ের কারণে বিচারপ্রার্থী হওয়ার সাহস পায় নি কেউ।
পরিবারের দাবী বাড়ি থেকে সোনা গহনা ও লাক্ষাদিক টাকা লুট করে নিয়ে যায় তারা । এছাড়া বাড়ির বিভিন্ন স্হানে এলো পাতাড়ি হামলা চালিয়ে বাড়ির আসবাপত্র ভাংচুর ও লুটপাট চালায়। এই ঘটনার সময় ২০/২৫ জন দুর্বৃত্ত ছিলো রেজওয়ানকে না পেয়ে এ হামলা চালিয়েছে বলে জানান তারা।
বর্তমান পরিস্থিতিতে রেজওয়ানের পরিবারে বয়ের আতঙ্ক বিরাজ করছে, রেজওয়ান তাদের কাছথেকে বাঁচতে দেশের বাহিরে রযেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd