সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে সড়ক দুর্ঘটনায় ৬জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা অপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে।
এতে অটোরিকশার চালকসহ কয়েকজন যাত্রী ছিটকে পড়েন। অন্যান্যরা অটোর ভেতরেই ছিলেন।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের লোকজন পুলিশ এবং স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) গোলাম দস্তগীর আহমদ।
দুর্ঘটনায় আহতরা হলেন, সিলেটের জালালাবাদ থানার বাদাঘাট এলাকার চামাউরাকান্দি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোহাম্মদ মোস্তফা (৩৫), তার স্ত্রী নাজমা আক্তার (৩২), এয়ারপোর্ট থানার ছালেক আহমদের স্ত্রী (নাজমা বেগমের বোন) আছমা আক্তার (৪০), আছমা আক্তারের নাতী রবিউল (৬), এবং আছমা আক্তারের ভাতিজি সাজনা আক্তার (১২), সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার মাঝেরগাঁও গ্রামের আজিম মিয়ার পুত্র আজাদুল ইসলাম (২২)।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd