ছাতকে ভূমি খেকোদের দখলে সরকারি খাল

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৪

ছাতকে ভূমি খেকোদের দখলে সরকারি খাল

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাত‌কে সরকারি খাল জবরদখল করে মাটি ভরাট করার প্রতিবাদে ও ভূমি খেকোদের হাত থেকে রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকেলে স‌চেতন না‌গ‌রিকবৃন্দের ব‌্যানা‌রে উপজেলার গোবিন্দগঞ্জ চেয়ারম্যান মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

উপজেলা পরিষদের সা‌বেক চেয়ারম‌্যান অ‌লিউর রহমান চৌধুরী বকুল সংবাদ স‌ম্মেলনে ব‌লেন, সুনামগঞ্জ-সি‌লেট সড়কের পাশে উপজেলার গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুর্ব রামপুর মৌজায় সরকারি নয়ন জুলি খালের অবস্থান। এ খাল দি‌য়ে প্রাচীনকাল থেকে আশ পাশ এলাকার পানি নিষ্কাশন হয়ে আসছে। সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ সাদতা ব্রীজ সংলগ্ন সরকারি ১ নং খতিয়ানভুক্ত খাল শ্রেণীর প্রায় ১ একর ১০ শতক ভুমি (নয়ন জুলি খাল) রয়েছে।

Manual1 Ad Code

পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য এই জায়গা প্রস্তাবিত রয়ছে এবং একটি সাইনবার্ডও টানানো আছ। সম্প্র্রতি এই খাল মাটি ভরাট করে জবরদখলের চষ্টা করছে একটি ভমি খেকো চক্র। নয়ন জুলি খাল একদিক সরকারি সম্পত্তি, অন্যদিক বাজার সহ আশ পাশ এলাকার পানি নিস্কাশনের একটি প্রধান জলাধার। এ খাল ভরাট হলে এলাকার বহত্তর একটি অংশ মারাত্মক ক্ষতির সম্মুখিন হবে।

Manual4 Ad Code

অলিউর রহমান চোধুরী বকুল আরা বলন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী খাল শ্রনীভুক্ত ভুমি লিজ বা বন্দবস্ত দেয় সরকারি আইন পরিপ।

ওই খাল মাটি ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৩ মার্চ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুর রহমান সুমন এমপির মাধ্যমে খাল মাটি ভরাটর কার্যক্রম বন্ধ রাখার জন্য ভূমি মন্ত্রণালয়র সচিব, পরিবশ অধিদপ্তরর মহাপরিচালক, সুনামগঞ্জর জলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরর বিভাগীয় পরিচালক, ছাতক উপজলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসিসহ ১০ জনকে লিগ্যাল নাটিশ পাঠানা হয়েছে। সংবাদ সম্মলন এবিষয় প্রধান মন্ত্রীর সুদ‌ৃষ্টি কামনা করা হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে উপজেলা নিবাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না নোটিশ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, এটা সরকারি খাল ঠিক নয়, রেকর্ডে বলা আছে সরকারের খাল। রাস্তার পাশ থেকে মাটি তোলার ফলে যে খাল সৃষ্টি হয়ে থাকে এটা সে রকম। গরুর বাজার না থাকায় এমপির একটি প্রকল্প দিয়ে গরুর বাজার তৈরির প্রস্তাব ছিল। কোনো ব্যক্তি নয়, বাস্তবায়িত হলেল এটি উপজেলা পরিষদ করবে। তবে আপত্তি আসায় সব কিছু বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে হোয়াটসঅ্যাপে উচ্চ আদালতের একজন আইনজীবীর লিগ্যাল নোটিশ পেয়েছি।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..