সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক ::সিলেটের জৈন্তাপুরে সাধারন মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট ৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়া। সোমবার (৩০ অক্টোবর) যুবলীগ নেতা নজিম কামরান এর পরিচালনায় ১নং নিজপাট ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বশির মিয়ার সভাপতিত্বে জৈন্তাপুরে উপজেলার দরবস্ত বাজারে সাধারন মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া।
প্রধান অথিতির বক্তব্যে গোলাপ মিয়া বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে আর সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ষড়যন্ত্রের কায়দা কানুন করে কোনো লাভ হবে না, দেশের মানুষ তাদের (বিএনপি) চিহ্নিত করে ফেলেছে, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। বিদেশিদের কাছে ধরনা দিয়েও কোনো কাজ হবে না। কয়েকদিনের মধ্যেই বিএনপি বুঝতে পারবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় পরিণত করা। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ এগিয়ে চলেছে দ্রুতগতিতে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ বছরে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে সারাবিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু উন্নয়ন কর্মকাণ্ডই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য নানা সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে, প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। কিন্তু বর্তমানে সিলেট- ৪ আসন একটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা হিসেবে পরিনত হয়েছে। সঠিক নেতৃত্বের অভাবে উন্নয়ন তরান্বিত হচ্ছে না। কিছু উন্নয়ন হলেও সঠিক ও দীর্ঘস্থায়ী পরিকল্পনার অভাবে তা থেকে জনগণ কাঙ্খিত সুফল পাচ্ছে না। এসকল বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৪ আসনে নৌকার মনোনয়ন চেয়েছি। যদি দেশনেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি করেন। ইনশাআল্লাহ নৌকার বিজয় নিশ্চিত করবো এবং মানুষের সকল আশা পূরণ করবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হীরালাল দে সিনিয়র সহ-সভাপতি ১নং নিজপাট ইউনিয়ন, যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান, সাহাদ উদ্দিন, ৫ নং ফতেপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুল হক, রায়হান, জায়েদ সহ নেতৃবৃন্দসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd