সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: বৈরী আবহাওয়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢল এমন প্রতিকূল অবস্থাও দমিয়ে রাখতে পারেনি পর্যটকদের। সব বাধা ডিঙ্গিয়ে পর্যটকদের পদচারনায় মুখরিত জাফলং মায়াবী ঝর্ণা।
সারি সারি স্তরে সাজানো ছোট বড় পাথরের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জল রাশির তরঙ্গে জলপ্রপাত মায়াবী ঝরনার মায়াতে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। বিশেষ করে বর্ষাকালে পর্যটকদের জাফলং ভ্রমণ মানেই হচ্ছে ‘মায়াবী ঝরনা’র সৌন্দর্য উপভোগ করা। জিরো পয়েন্ট থেকে খানিকটা অদূরেই ’মায়াবী’ ঝরনার অবস্থান।
মায়াবী ঝরনার স্বচ্ছ জলে গাঁ ভিজিয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন পর্যটকরা। অনেকেই নিজের সাথে থাকা স্মার্টফোন দিয়ে ছবি তুলে ক্যামারাবন্দি করে রাখছেন প্রিয় মুহূর্তটি। ওপারে মেঘালয়ের সবুজ পাহাড়, পিয়াইনের স্বচ্ছ জল ও খাসিয়া পল্লি সব মিলিয়ে অনিন্দ্য সুন্দর এক দৃশ্য। যা পৃথিবীর যে-কোনো মানুষ জাফলংয়ের এই সৌন্দর্যে বিমোহিত হবে। মায়াবী ঝরনা সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নামে ভূষিত বিউটি কন্যা খ্যাত অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবস্থিত।
জানা যায় গত কয়েকদিনের খরতাপে শরতের ঋতুতে মায়াবী ঝর্ণায় প্রবাহিত অবিরাম জলধারার বিরতিতে ছিল পর্যটক শূন্য।পাশে জেগে উঠা কাশবনই পর্যটকদের আনন্দের খোরাক দিয়েছে।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে আর পাহাড়ি ঢলে আবার জেগে উঠেছে মায়াবী ঝর্ণা ফিরেছে যৌবনে। এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন আগত পর্যটকরা। স্বচ্ছ জলে গা ভিজিয়ে পিচ্ছিল পাথরে ঝুঁকি নিয়ে উপরে উঠছেন আর হইহুল্লোড় করে আনন্দে মেতে উঠেছেন।
টুরিস্ট পুলিশের ওসি রতন শেখ জানান, গত তিন দিনের টানা বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে জাফলং মায়াবী ঝরনায় আবারো জলধারা প্রবাহিত হচ্ছে।তাই বৈরী আবহাওয়া উপেক্ষা করে মায়াবী ঝর্ণায় পর্যটকদের পদচারণা বেড়েছে। আমাদের পক্ষ থেকে টুরিস্ট পুলিশ সদস্যরা পর্যটকদের নিরাপত্তায় ভ্রমন গাইড দিয়ে যাচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd