সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩
গোয়াইনঘাট সিলেট থেকে নিজস্ব সংবাদদাতাঃগোয়াইনঘাট উপজেলার জাফলং উত্তর পূর্ব আঞ্চলিক শাখার অন্তর্ভুক্ত পাঁচসেউতি বাজার ট্রাক চালক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭ অক্টোবর শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এতে সভাপতি পদে হরিণ প্রতীকে আলম আহমদ ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদন্ধী বিলাল উদ্দিন মঠর সাইকেল প্রতীকে ৩৩ ভোট পান। সেক্রেটারী পদে দোয়াত কলম প্রতীকে দেলোয়ার হোসেন ৪৪ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদন্ধী রুবেল আহমদ মোমবাতি প্রতীকে ২৪ ভোট পান। সহ-সভাপতি পদে আব্দুর রহিম গরুর গাড়ি প্রতিকে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদন্ধী তাজুল ইসলাম ট্রাক গাড়ী প্রতীকে ২৪ ভোট পান। বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হলেন যারা সাংগঠনিক সম্পাদক মখতার হোসেন, সহ-সেক্রেটারী শাহিন আহমদ,কোষাধ্যক্ষ শরীফ আহমদ, সদস্য আব্দুস শুকুর। শাখায় মোট ভোট ছিল ৭৯ এবং কাস্ট হয়েছে ৬৯ ভোট। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন কবির আহমদ, প্রিসাইডিং ছিলেন মকরম আলী ও সহকারী প্রিসাইডিং ছিলেন বিলাল উদ্দিন। নির্বাচন পরিদর্শন করেন ট্রাক,পিকআপ চালক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি শ্রী আবু সরকার, বর্তমান সহ-সভাপতি শরীফ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, জাফলং উত্তর পূর্ব আঞ্চলিক শাখার সভাপতি ছবেদ মিয়া ও সেক্রেটারী আব্দুর রহিম, সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস ছালাম,বাঘের সড়ক শাখার সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সভাপতি সরফ আহমদ, শাখার উপদেষ্টা লুৎফুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আম্বিয়া ও যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd