ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো মা-ছেলের

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো মা-ছেলের

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের দৌলতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত দুজন হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৪৫) ও তার ছেলে মতিবুর রহমান (২৫)।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিলা-মতিবুরসহ পাঁচ যাত্রী সিএনজি অটোরিকশাযোগে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এ সময় সিএনজিটি দৌলতপুর ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

Manual2 Ad Code

জমিলা খাতুন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতাবস্থায় অন্য চারজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিবুর রহমানকেও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আহত তিনজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম ভূঞা জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..