সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ হারানো সহকর্মী ইউনুস আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে সময়ের কণ্ঠস্বর পরিবার। স্টাফ করেসপন্ডেন্ট ফয়সাল শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ইউনুসের বাড়িতে যান। এ সময় তারা ইউনুসের স্ত্রী, দুই ছেলেসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
পরে সময়ের কণ্ঠস্বর পরিবারের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকের পরিবারকে নগদ ৬০ হাজার টাকা সহায়তা করা হয়। এবং ভবিষ্যতেও সাংবাদিক ইউনুসের স্ত্রী-সন্তানের পাশে থাকার আশ্বাস দেন তারা।
নগদ অর্থ গ্রহণের সময় ইউনুসের স্ত্রী সময়ের কণ্ঠস্বর পরিবারের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার স্বামী মারা যাওয়ার খবর শুনেই তাৎক্ষণিক সময়ের কণ্ঠস্বর কর্তৃপক্ষ অফিস থেকে প্রতিনিধি পাঠিয়েছিল। আজ সময়ের কণ্ঠস্বর পরিবারের পক্ষ থেকে তারা নগদ অর্থ প্রদান করলেন। ভবিষ্যতেও যেন তাদের পাশে পাই।
অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন সময়ের কণ্ঠস্বরের ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি অনিল চন্দ্র রায়, মোহনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি মো. সুমন খান, ভোরের পাতার প্রতিনিধি নুরুল হক ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহমানসহ সাংবাদিক ইউনুসের পরিবারের সদস্যরা।
নিহত সাংবাদিক ইউনূস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। ইউনুস সময়ের কণ্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ কাভার করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হাতীবান্ধা ফেরার পথে আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনুস আলী।
মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার প্রথম সন্তান মিঠুন চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এবং দ্বিতীয় সন্তান অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd