চোরাচালানের বিরুদ্ধে কঠোর জৈন্তাপুর থানা পুলিশ : গরু-মহিষ ও চিনি জব্দ, আটক ৪

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

চোরাচালানের বিরুদ্ধে কঠোর জৈন্তাপুর থানা পুলিশ : গরু-মহিষ ও চিনি জব্দ, আটক ৪

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে সীমান্ত থাকে আসা ভারতীয় অবৈধ চোরাই গরু, মহিষ ও চিনি জব্দ করা হয়। এই ঘটনার সাথে জড়িত ৪ জন চোরাকারবারিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

Manual3 Ad Code

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা সদর নিজপাট ইউনিয়নের গৌরিশঙ্কর-যশপুর এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৮টি গরু, ১৫টি মহিষ, ৫০ কেজি ওজনের ৩৭ চিনি সহ ৪ জন চোরাকারবারিকে আটক করা হয়।

Manual1 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ নিজপাট ইউনিয়নের গৌরিশঙ্কর দিয়ে নিয়ে আসা ভারতীয় ১৭টি গরু, যশপুর থেকে ভারতীয় ১৫টি মহিষ ও একি এলাকা থেকে ৩৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। গরু পাচারের সঙ্গে জড়িত ৪ ব্যক্তিকে আটক করতে সক্ষম হই।

আটককৃতরা হলেন, উপজেলার খারুবিল গ্রামের ফজর আলীর ছেলে মো. ইব্রাহিম আলী (২২), একি গ্রামের শাহ আলম মিয়ার ছেলে মো. ইয়াসিন আহমদ (২৩) এবং গৌরিশঙ্কর গ্রামের সরাফত আলীর ছেলে সোহেল আহমদ (৩৫), ঘিলাতৈল গ্রামের সিরাজ আহমদের ছেলে এখলাছ আহমদ (২২)।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, ভারতীয় আটক এসব মহিষ,গরু ও চিনিসহ আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ১০ হাজার টাকা হবে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশ সহ আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অবৈধ ভাবে ভারতীয় গরু-মহিষ চিনি সহ নানা পণ্য আসা বন্ধ করতে এবং এই ব্যবসার সাথে জড়িত চোরাকারবারিদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..