সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরের মিরাবাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জেনারেটর বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজারের দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫জন বিরতি সিএনজি স্টেশনের কর্মচারি ২ জন পথচারী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পড়ে। এসব জেনারেটরটিতে আগুন ধরে যায়। এবং আশপাশে আগুন ছিটকে পড়ে। এতে ৭ জন আহত হন।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রনে রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd