বিশ্বনাথে সড়কের পাশে থেকে নবজাতক শিশু উদ্ধার

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩

বিশ্বনাথে সড়কের পাশে থেকে নবজাতক শিশু উদ্ধার

Manual5 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে বিশ্বনাথ -জগন্নাথপুর সড়কের পাশে এক নবজাতক শিশুকে পাওয়া গেছে।
পরে তারা ওই নবজাতক শিশু’কে স্থানীয় পীরের বাজারের পল্লী চিকিৎসক এসবি নিরুর কাছে দিয়ে যান। ওই পল্লী চিকিৎসক শিশুটির যথাযথ চিকিৎসা ও খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
রোববার রাতে দশঘর ইউনিয়নের সমেমর্দান গ্রাম এলাকায় সুবল দেবনাথ ও নাজিম মিয়া নামক দুজন টমটম চালক এই নবজাতক শিশু’কে পায়।
পল্লী চিকিৎসক এসবি নিরু জানান, রাতে সুবল দেবনাথ ও নাজিম মিয়া গ্যারেজ টমটম বন্ধ করতে গেলে রাস্তার পাশে কান্না শুনতে পায়।
পরে তারা রাস্তা থেকে নবজাতক শিশু’কে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসে। বর্তমানে নবজাতক শিশুটি ভাল আছে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..