সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে স্বামী আব্দুল হামিদ নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন স্ত্রী হালিমা খাতুন। রোববার (২৮ মে) বিকেলে বাকসাইর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা ও আন্দিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাজ শেষে তার স্বামী ব্যবসায়ী আব্দুল হামিদকে নিয়ে মোটর সাইকেলযোগে বাড়িতে যাবার সময় বাকসাইর নামক স্থানে পৌছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে স্বামী ও স্ত্রী ২ জনই গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় শিক্ষিকার স্বামী আব্দুল হামিদকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং শিক্ষিকা হালিমা খাতুনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd