হঠাৎ আরিফের বাসায় আনোয়ারুজ্জামান, চাইলেন দোয়া

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩

হঠাৎ আরিফের বাসায় আনোয়ারুজ্জামান, চাইলেন দোয়া

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

Manual7 Ad Code

রবিবার (২৮ মে) সকালে তিনি মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসভবনে হঠাৎ হাজির হন। এ সময় তিনি মেয়র আরিফের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান।

Manual5 Ad Code

জানা গেছে, সকাল ১০টার দিকে আরিফুল হকের বাসায় উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক চৌধুরী।

Manual5 Ad Code

এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। দুই নেতার আলাপকালে আনোয়ারুজ্জামান সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি মেয়র আরিফুল হকের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান।

Manual6 Ad Code

আনোয়ারুজ্জামান সেখানে আধাঘণ্টারও বেশি সময় ছিলেন বলে জানা গেছে। আরিফুল হক চৌধুরী এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। গত ২০ মে রেজিস্ট্রারি মাঠে জনতার সমাবেশ করে তিনি প্রার্থী না হওয়ার ঘোষণা দেন। আগামী ২১ জুন সিসিক নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৩ মে ছিল মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আজ রবিবার আপিলের শেষ তারিখ ছিল। আগামী ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওই দিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..