কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসমাবেশ যেন জনসমুদ্র

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসমাবেশ যেন জনসমুদ্র

Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক :: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সিলেটে বিভাগীয় খতমে নব্যুওয়ত মহাসমাবেশ জনসমুদ্রে রুপ নিয়েছে।
ওলামা পরিষদ বাংলাদেশের ব্যানারে শনিবার দুপুর ১২ টার শুরু হয় এ মহাসমাবেশ। এতে যোগ দিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ‘ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল’ নামে রেজিস্ট্রারি মাঠে। এসময় কাদিয়ানীদের বিরুদ্ধে নানা স্লোগানে প্রকম্পিত হয় পুরো নগর।
মিছিলে সিলেট বিভাগের চার জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা যোগ দেন। মহাসমাবেশ সভাপতিত্ব করছেন সিলেটর শীর্ষস্থানীয় আলেম মাওলানা রেজাউল করিম জালালী।
দুপুর ১২ টা থেকে তালতলা, সুরমামার্কেট, বন্দরবাজার এলাকায় মহাসমাবেশের কারণে যানচলা বন্ধ হয়ে যায়। এসময় নগরীর অন্য প্রধান প্রধান সড়কেও যানজট সৃষ্টি হয়।
এতে উপস্থিত ছিলেন আজাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি হযরত মাওলানা জিয়া উদ্দিন, হযরত মাওলানা আলীম উদ্দিন দূর্লভপুরী, হযরত মাওলানা মুফতী রশীদুর রহমান ফারুক বরুণা, হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, হযরত মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী। এছাড়াও সিলেট বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে খতমে নব্যুওয়ত মহাসমাবেশ দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..