সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এই প্রথম সরকারিভাবে কিডনি ক্যান্সারের অত্যাধুনিক অস্ত্রোপচার (শল্য) চিকিৎসা ল্যাপারোস্কোপিক রেডিক্যাল নেফ্রেক্টমী (Laparoscopic Radical Nephrectomy) সম্পন্ন হয়েছে।
গত ১৪ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. এম.এ আলীমের সার্বিক তত্ত্বাবধানে একটি টিম এ অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। অপারেশনের পর রোগী সুস্থ আছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেসরকারিভাবে এ অপারেশন অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া দেশের হাতেগোনা কয়েকজন ইউরোলজিষ্ট ছাড়া সবাই এ অপারেশন করেন না বা করতে পারেন না। এ অবস্থায় এ ধরণের রোগীদের এখন থেকে সরকারিভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগ থেকে স্বল্প খরচে সেবা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd