মধ্যনগরে ফাঁসিতে ঝুলে এক বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২৩

মধ্যনগরে ফাঁসিতে ঝুলে এক বৃদ্ধার মৃত্যু

Manual4 Ad Code

ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের মধ্যনগরে প্রভাত সরকার(৬৭) নামের এক বৃদ্ধ ফাঁসিতে মৃত্যু ঘটেছে।

শুক্রবার সকালে দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সে ওই গ্রামের মৃত দীরেশ সরকারের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান পরে শুক্রবার সকালে তার স্ত্রী খোঁজাখুঁজি শুরু করে ঘর থেকে বের হলে দেখতে পান ঘরের সামনে একটি টিনের চালের পাকা ঘরের বারান্দায় বর্গার সাথে তার স্বামী

Manual2 Ad Code

প্রভাত সরকারের লাশ ঝুলে আছে।পরে চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসে এবং তাৎক্ষণিক স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রভাত সরকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন।

Manual8 Ad Code

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক বলেন, খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের অনুসন্ধানে জানাগেছে ফাঁসিতে ঝুলে আত্নহননকারী প্রভাত সরকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..